সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আরব আমিরাতে জাতীয় কবিতা মঞ্চের প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন।

93316490_n

মোহাম্মদ মনির উদ্দিন মান্না :-
জাতীয় কবিতা মঞ্চের সভাপতি কবি মুহাম্মদ মুসা র সভাপতিত্বে,  কবি ওবাইদুল হকের পরিচালনা ও  সঞ্চালনা কবি সাখায়াত হোসেন বকুল।
আবুধাবীর স্থানীয় জাফরী রেস্টুরেন্টের হল রুমে গত ২৫ ফ্রেরুয়ারি রাত  ৯টায় অনুষ্ঠান হয়। অনুষ্টানে  প্রধান অতিথি বাংলাদেশ সমিতি  সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন , উদ্বোধক বিশিষ্ট সমাজ সেবক জাতীয় কবিতা মঞ্চের প্রধান উপদেষ্টা আলহাজ মাজহার উল্লাহ্‌ মিয়া, প্রধান বক্তা শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজ এর ভাইস প্রেন্সিপাল অধ্যাপক কাজি আব্দুর রহিম, বিশেষ অতিথি বাংলাদেশ দূতাবাস আবুধাবি বিশেষ দূত কন্সুলার  সহকারি  ইনতাজুল হক, অফিস সহকারী ফরহাদ হোসেন, বিশেষ অতিথি মিরসরাই সমিতির প্রধান পৃষ্টপোষক জাফর উল্লাহ, বিশেষ অতিথি সেন্ড মেরিন গ্রুপ অব কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক মাইনুদ্দিন, সালা উদ্দিন, বিশেষ অতিথি রশিদা শরিফ কল্যাণ ট্রাস্ট প্রতিষ্টাতা পরিচালক এম এ খায়ের নিজামী, বিশেষ অতিথি টাইম ট্রাভেল এর ব্যবস্থাপনা পরিচালক কবি মানসুর আলী, কবি নজরুল সাহিত্য পরিষদ দুবাই কবি সাংবাদিক মনির উদ্দিন মান্না,কবি মোহাম্মদ তারেকুল ইসলাম, মোহাম্মদ জাফর উদ্দিন ভূঁইয়া, জাতীয় কবিতা মঞ্চের উপদেষ্টা ডাঃ শেখ শামসুর রহমান, কবি জানে আলম,  বাংলা ব্র্যান্ড সঙ্গীত পরিচালক প্রকৌশলী নজরুল ইসলাম, বাংলা ভিশন আবুধাবী প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ,মোহাম্মদ সরওয়ার উদ্দিন রণি,  জিসাস সভাপতি জসীম উদ্দিন, প্রমুখ।
পরে প্রবাসী কবি সাহিত্যিকদের কাব্য সংকলন  লাল সবুজের পতাকা,  ভুলিনি মাতৃভূমি, আত্নমিনতি,  নষ্ট নিশি, অসম ব্যাঞ্জনা, Red Line prescription,  শ্রাবণের মেঘ ( আবৃত্তি সিডি)  Unfinished Agenda,
মোড়ক উন্মোচন অনুষ্টান হয় ।