সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আরব আমিরাতকে ৬-০ হারালো মেয়েরা

bangladesh-u-16-womens_160557
এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবলের বাছাইপর্বের ‘বি’ গ্রুপে বাংলাদেশের মেয়েরা ৬-০ গোলে জর্ডানকে হারিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। প্রথম ম্যাচে শক্তিশালী জর্ডানকে ১-০ গোলে হারিয়ে শুভ সুচনা করেছিল মেয়েরা। এবার প্রতিপক্ষ আরব আমিরাতের বিপক্ষে ৬-০ গোলে জিতে টুর্নামেন্টে শক্ত প্রতিদ্বন্দ্বি হিসেবে জানান দিলো প্রমীলারা।প্রথমার্ধে আধিপত্য বজায় রেখেই খেলেছে বাংলাদেশের মেয়েরা বেশিরভাগ সময় বল ছিল বাংলাদেশের দখলে।৫ মিনিটে আমিরাতের জালে বল ঠেলে দিয়ে দলকে এগিয়ে দেয় বিপাশা মালি।এরপর ৮ মিনিটে জোরালো এক শটে ব্যবধান দ্বিগুণ করে আগের ম্যাচের নায়ক সানজিদা আক্তার। সানজিদা এবং বিপাশার জোড়া গোল, সঙ্গে কৃষ্ণা রানী সরকার ও লিপির গোলে ৬-০ ব্যবধানে আরব আমিরাতকে বিধ্বস্ত করে জিতল মণিকা চাকমার দল।২৩ মিনিটে আবারও সেই সানজিদা।৬৮ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করেন বিপাশা। আর খেলা শেষ হওয়ার একেবারে মুহুর্ত খানেক আগে (ইনজুরি সময়ে) গোল করেন লিপি।বাছাই পর্বের পর পর দুটি ম্যাচে জয়লাভের পর বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় পর্বে ওঠা অনেকটা সহজ হয়ে গেলো। দলের অধিনায়ক লিপি আক্তার জানান, আত্মবিশ্বাসী বাংলাদেশ দল পরের দু ম্যাচেও জয়লাভ করবে।