সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আমেরিকার উপহার হিসেবে অত্যাধুনিক অস্ত্র পেল সোয়াট

1057634_620648204669957_2114643469_n

চট্টগ্রাম মেট্রপলিটন পুলিশ (সিএমপি) এর এন্টি টরোরিজম ইউনিট (সোয়াট) বেশকিছু অত্যাধুনিক অস্ত্র ও গুলি পেয়েছে। আমেরিকা সরকারের অনুদান হিসেবে এই অস্ত্র গুলো পায়। অত্যাধুনিক অস্ত্র এর  মধ্যে রয়েছে ৮টি অত্যাধুনিক এম-৪ রাইফেল, গ্লোক-১৭ পিস্তল ও ৪ হাজার রাউন্ড গুলি। গত মাসে সিএমপির সোয়াত সদস্যদের জন্য পোশাকসহ বিভিন্ন ইক্যুইপমেন্ট পাঠিয়ে ছিলো আমেরিকা।নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বাবুল আক্তার বলেন, বুধবার ভোরে এসব অস্ত্র সিএমপিতে এসে পৌঁছেছে।নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সদর) ও সিএমপি’র সোয়াটের দলনেতা মাহমুদা বেগম বলেন, আসন্ন টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে নিরাপত্তার জন্য অস্ত্রগুলো ব্যবহার করবে সোয়াট সদস্যরা।গত বছর এন্টিটেরোরিজম এসিসটেন্স প্রশিক্ষণ কোর্সে অংশ নেয় বাংলাদেশের ২৩ জন পুলিশ সদস্য। এর মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ছিলো ৭জন। ২৭ মে থেকে ৮ জুলাই পর্যন্ত আমেরিকার ভার্জিনিয়ায় ঝুঁকিপূর্ণ এ প্রশিক্ষণে অত্যাধুনিক অস্ত্র চালনার প্রশিক্ষণ নেয় বাংলাদেশ পুলিশ। যার মধ্যে ছিলো গ্লোক-১৭ পিস্তল, এম-৪ রাইফেল হেন্ডেলিং, ডায়নামিক এসল্ট, ভেরিকেল এসল্ট, টেকটিকাল প্লানিং, ডাইভারশনালি টেকনিক ইত্যাদি।