সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আবুধাবীতে জাতীয় কবিতা মঞ্চের মহান বিজয় দিবস

নিজস্ব প্রতিনিধি: জাতীয় কবিতা মঞ্চ সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে গত শনিবার আবুধাবীর হিলটন হোটেলের বলরুমে বাংলাদেশের ৪৬তম মহান বিজয় দিবস উদযাপন ও আন্তর্জাতিক কবি সম্মেলন উপলক্ষে এক জম জমাট অনুষ্টান মালার আয়োজন করা হয়। আল সুমাইয়া গ্র্রপের চেয়ার ম্যান ও জাতীয় কবিতা মঞ্চ সংযুক্ত আরব আমিরাতের প্রধান পৃষ্টপোষক ফখরুল ইসলাম খানের সার্বিক ব্যবস্হাপনায় অনুষ্টান মালায় ছিল কবি পরিচিতি, স্বরচিত কবিতা আবৃত্তি, ক্রেস্ট প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান। জাতীয় কবিতা ম্ঞ্চ সংযুক্ত আরব আমিরাত শাখার সভাপতি কবি মোহাম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্টান পরিচালনা করেন কবি ওবাইদুল হক ও জানে আলম জাহাঙ্গীর। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বাংলাদেশের প্রধান কবি ও চিত্র শিল্পী কবিকবি নির্মলেন্দু গুন । প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও নন্দিত কথা সাহিত্যিক কবি কাইয়ুম নিজামী, সংযুক্ত আরব আমিরাতের নাগরিক শেখ আবু নাসের, বিশেষ অতিথিমিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি আলহাজ্ব এস এম মাজহার মিয়া অনুষ্টানের উদ্বোধক চেয়ারম্যান আল সুমাইয়া গ্রূপের চেয়ারম্যান ফখরুল ইসলাম খান সি আই পি। অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য কবিতা পাঠ করেন সংগঠনের সাধারন সম্পাদক মুনীর উদ্দিন মান্না , জনাতা ব্যাংকের সিইও আমিরুল ইসলাম ,প্রক্যেশলী নাজনীন কামাল, সাইফুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ তারেকসহ আরো অনেকে। কবি নির্মলেন্দু গুন বলেন, আমিরাতে আসার আগে তেমন একটা ধারনাই ছিলনা দেশটি এত সুন্দর । আর দেশটিতে অবস্হানরত দেশীয় প্রবাসীরা কবি ও কবিতার জন্য এমন উদার।

নানা ব্যস্ততার মাঝে প্রবাসে এমন বড় আয়োজন সত্যি প্রশংসার দাবীদার। তিনি প্রবাসী ও প্রবাসী কবিদের নানা ভালবাসার কথা উলেখ করে বলেন, এখানে আসার আগে যদিও ১দিনের বেশী অবস্হান করার ইচ্ছেই ছিল না আর এখানে এসে এখন দেশে যেতেই ইচ্ছে হচ্ছে না। অনুষ্টান প্রধান বক্তা কবি কাইয়ুম নিজামী, বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে প্রবাসে এত বড়্ পরিসরে কবি সম্মেলন আয়োজন করার জন্য আয়োজন কারীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, নানা অনুষ্টান মালা করে দেশে বিদেশে হাজার হাজার টাকা অপচয় করা হয় কিন্তু কবি ও কবিতা নিয়ে এত বড় আয়োজন প্রবাসে এ প্রথম। তিনি নবীন প্রবাসী কবিদের উৎসাহ উদ্দীপনার কথা উল্লেখ করে বলেন, একটা হাসি দিয়ে রমনীর মন জয় করা যায় আর একটা কবিতা দিয়ে একটি পৃথিবী জয় করা যায়। সুতারাং আপনারা এগিয়ে যান আরো সফল হবেন আরো ভালবাসা পাবেন। তিনি বঙ্গবন্ধু ও জননেত্রীকে নিয়ে তার লেখা গ্রন্হ দুটো অনুষ্টানের পৃষ্টপোষককে উপহার দেন। অনুষ্টানে প্রধান অতিথি, প্রধান বক্তা ও অন্যান্য অতিথিদের স্বরচিত কবিতা আবৃত্তি প্রবাসীদের মোহিত করে রাখে। সাাংস্কৃতিক অনুষ্টানে প্রবাসী ক্ষুদে শিল্পীদের পরিবেশনা হৃদয়ে আমার বাংলাদেশসহ অন্যান্য পরিবেশনা বেশ মাতিয়ে রাখে। অনুষ্টানে আমিরাতের বিভিন্ন অঞ্চল থেকে আগত তরুন কবি ও সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তি, সংস্কৃতিককর্মী, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক কবিতা প্রেমী উপস্হিত ছিলেন। পরিশেষে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয।