সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আওয়ামী লীগের কাছে মানুষ অসহায়

27047_kamal

দেশে এখন ঔপনিবেশিক শাসন চলছে বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ও বিশিষ্ট সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন। বলেছেন, বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগের কাছে আজ মানুষ অসহায়। তখনকার সময়েই আজকের মতো কাউকে ধরে নিলে গুম ও লাশ হতে হতো । স্বাধীন দেশে কেন লাশ হতে হবে এমন প্রশ্ন রাখেন তিনি। নাগরিক ঐক্যের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর মিরপুরে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কামাল হোসেন বলেন, আজ সংবিধান আক্রান্ত। মানুষের নিরাপত্তা বিঘিœত। যখন দেখি স্বাধীন দেশে মানুষ গুম হচ্ছে, খুন হচ্ছে তখন আমরা লজ্জা পাই। এভাবে এই দেশ দুর্বৃত্তায়নের দেশে পরিণত হতে পারে না। এটা কি জঙ্গিদের দেশ? এ দেশের মালিক জনগণ। অর্থমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, অর্থমন্ত্রী আমার বন্ধু। কিন্তু তার কথা শুনে মনে হয়, তিনি মানসিকভাবে অসুস্থ। আপনারা আমার বন্ধুর সুস্থতার জন্য দোয়া করবেন। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রাজনীতি প্রসঙ্গে দেশবরেণ্য এ আইনজীবী বলেন, তিনি মনে করেছেন, সরকারের সঙ্গে গেলে পার পেয়ে যাবেন। তার মনে রাখা উচিত, সাময়িকভাবে পার পেলেও শাস্তি তাকে পেতেই হবে। অনুষ্ঠানের নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, মানুষ আওয়ামী লীগ ও বিএনপিকে আর চায় না। তাই তৃতীয় রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করতে নাগরিক ঐক্য কাজ করে যাচ্ছে। নাগরিক ঐক্যের ঢাকা মহানগরীর আহবায়ক শহীদুল্লাহ কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিক গোলাম মোর্তুজা, মিজানুর রহমান, সংগঠনের পল্লবী থানার আহ্বায়ক সাহেদ আলী বাবলু, শ্রমিক নেতা মাহবুব রহমান ইসমাইল প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও মিরপুরে পুলিশি নির্যাতনে নিহত জনির মা তার ছেলে হত্যার বিচার চেয়ে বক্তব্য রাখেন।