সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আইন মেনেই সালাহ উদ্দিনকে দেশে ফিরতে হবে

suronjit_264140

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে দুই দেশের আইন মেনেই দেশে ফিরে আসতে হবে। একই সঙ্গে আইনের মাধ্যমে নির্দোষ প্রমাণিত হয়ে পরিবারের কাছে ফিরতে হবে। শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।চলমান রাজনীতি বিষয়ক এ আলোচনা সভার আয়োজন করে নৌকা সমর্থক গোষ্ঠী। সংগঠনের সভাপতি ডা. খন্দকার এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক নারায়ণ দেবনাথ, মক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ।সুরঞ্জিত বলেন, সালাহ উদ্দিনকে শুধু ভারতের নয় দেশের আইনী প্রক্রিয়া শেষ করেই পরিবারের কাছে ফিরতে হবে উল্লেখ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, অনেকদিন পর মানুষ ভেবেছিল বিএনপি তাদের ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করেছে। কিন্তু আবার যখন সালাহ উদ্দিন নাটক হলো, তখন ভয় হয় আবার কি কৌশল। আমি বলতে চাই মানুষ আর বিএনপির কোনো কৌশল দেখতে চায় না। এসব কৌশল আমাদের কাম্য নয়। এবার তাদের নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসতে হবে।ব্লগার হত্যার বিষয়ে আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, ধর্মান্ধ গোষ্ঠীর দ্বারা লিষ্ট করে করে যে ব্লগার ও বিজ্ঞান মনষ্ক লোকগুলোকে হত্যা করা হচ্ছে এ বিষয়ে আরো কঠোর হওয়া দরকার। আজকে যাদের হত্যা করা হচ্ছে আগামীতে প্রতিশোধ বসে এরাও সন্ত্রাস করতে পারে! সতরাং একটি সন্ত্রাসী দমন করা হবে। আর অন্যটির বেলায় শিথিল হওয়া যাবে না।ছাত্র ইউনিয়নের কর্মসূচিতে পুলিশের হামলার সমালোচনা করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের পুলিশের কাছে এই ব্যবহার আমরা আশা করি না। আমি আশা করবো এই ঘটনা আরেকটু গভীরে গিয়ে অনুসন্ধান করবে কর্তৃপক্ষ। পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।