সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি সরকারের সৃষ্টি : মির্জা ফখরুল

image_150975.fokhrul
দমন-পীড়নের মাধ্যমে সৃষ্ট অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির জন্য সরকারই দায়ী—এর ফলে সন্ত্রাসবাদের উত্থানের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।এর দায় সরকারকেই বহন করতে হবে-উল্লেখ করে বিএনপির এ নেতা আরো বলেন, বিএনপিকে নেতৃত্বশূণ্য করার নীলনকশার অংশ হিসেবে মিথ্যা মামলা দিয়ে ধর পাকড় চালানো হচ্ছে।মানবতাবিরোধী অপরাধে জামাত নেতাদের ফাঁসির রায় নিয়ে এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, তারাও এ অপরাধের বিচার চায় তবে সেটা অবশ্যই আন্তর্জাতিক মানের এবং রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া হতে হবে।
এছাড়া, ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এতে নির্বাচনে কারসাজি নিয়ে বিএনপির আশঙ্কাই প্রমাণিত হয়েছে।