রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

অস্ত্র আমদানিতে শীর্ষে ভারত

image_199758.bulet1

 

প্রথম ১০০টি সেরা বিশ্ববিদ্যালয়ে ভারতের একটিও না থাকুক, অস্ত্র আমদানিতে শীর্ষে রয়েছে ভারত। সম্প্রতি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এক রিপোর্টে জানিয়েছে, ২০১০-‘১৪ সালে সারা বিশ্বে যত অস্ত্র আমদানি করা হয়, তার ১৫ শতাংশই ভারত আমদানি করেছে। রিপোর্টে আরও বলা হয়েছে ২০০৫ থেকে ২০০৯ সালে ভারত যত অস্ত্র আমদানি করেছিল, তা পরের ৫ বছরে ১৪০ শতাংশ বৃদ্ধি পয়েছে।এই দৌড়ে এখন চীন, পাকিস্তান প্রায় তিন গুণ পিছনে রয়েছে। এমনকী সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশও অনেকখানি পিছিয়ে পড়েছে। কারণ হিসাবে বলা হয়েছে, ভারত মূলত অস্ত্র আমদানিতেই বেশি জোর দেয়। দেশেই অস্ত্র বানানোয় তারা বেশ খানিকটা পিছিয়ে পড়েছে। যেখানে চিন আমদানিতেও তিন নম্বরে, রপ্তানিতেও বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে। পাকিস্তান (৪১%), বাংলাদেশ (১৬%), মায়ানমারের (১২%) মতো দেশ চীনের কাছ থেকে সব থেকে বেশি অস্ত্র কেনে। এ ছাড়াও তারা আফ্রিকার ১৮টি দেশে অস্ত্র বিক্রি করে।ভারত সেখানে দেশেও প্রস্তুত হওয়া অস্ত্রের মধ্যে ৬৫ শতাংশ যন্ত্রাংশ এবং সফ্টওয়্যার বিদেশে থেকে কেনে। গত ৫ বছরে এই খাতে ভারত ১ লক্ষ ৩ হাজার ৫৩৬ কোটি টাকা খরচ করেছে। এর বেশির ভাগ অস্ত্রই কেনা হয়েছে রাশিয়া, আমেরিকা এবং ইজরায়েলের কাছ থেকে। যেখানে অস্ত্র রপ্তানি করেছে মাত্র ২ হাজার ৬৪৪ কোটি টাকার। গত ১০ মাস ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যথই ‘মেক ইন ইন্ডিয়া’র পক্ষে সওয়াল করুন, বাস্তবে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।