সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

অস্ত্রবিরতির কয়েক ঘন্টা পর গাজায় ফের ইসরায়েলি হামলা

gaza-attack-12-07_123158_123203

মিসরের মধ্যস্ততায় অস্ত্রবিরতিতে সম্মত হওয়ার পর কয়েক ঘন্টার মধ্যে গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ফিলিস্তিন থেকে হামাসের রকেট হামলার প্রতিবাদে এ মঙ্গলবার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মিসরের কায়রোতে আলোচনার পর মঙ্গলবার সকালে অস্ত্রবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তবে হামাসের সশস্ত্র বিভাগ বিনা শর্তে এই ‘আত্মসমর্পণ’ মেনে নিতে সম্মত হয়নি।ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল থেকে হামলা বন্ধ রাখার পর ৬ ঘণ্টায় হামাসের পক্ষ থেকে অন্তত ৫০টি রকেট ছোড়া হয়েছে। এর পরই অন্তত দু’টি নতুন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে মঙ্গলবার ইসরায়েলে রকেট হামলার ব্যাপারে ফিলিস্তিন কর্তৃপক্ষ বা হামাসের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।টানা আটদিন ধরে ফিলিস্তিন অধিকৃত গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ১৯২ জন নিহত হয়েছে। অপরদিকে ইসরায়েলের কোনো নাগরিক নিহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা বিষয়ক মন্ত্রীসভায় এ সিদ্ধান্ত হয়। এদিকে গাজার নিয়ন্ত্রণে থাকা হামাস মিশরের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবে কিছু শর্ত জুড়ে দেয়।হামাস প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ফিলিস্তিনের জনগণ সবসময়ই যুদ্ধের বিরোধী। কিন্তু দখলদার ইহুদি বাহিনী ইসরাইল প্রায়ই তাদের অমানবিক হিস্রতা প্রকাশ করে নিরীহ ফিলিস্তিনী মুসলমানদের হত্যা করছে। নারী-শিশুদের আত্মচিৎকার বিশ্ববিবেককে নাড়া দিলেও ওদের হৃদয়ে এতটুকু মমত্ববোধ জাগ্রত হয় না। আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এসব রক্তের প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।