সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

অমীমাংসিত ইস্যুর জন্য ভারতের অভ্যন্তরীণ সমস্যা দায়ী

image_88857_0_117963

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে বলেছেন, আওয়ামী লীগের ব্যর্থতার জন্য নয়, ভারতের অভ্যন্তরীণ সমস্যার জন্য দুই দেশের অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান হচ্ছে না।
বুধবার দশম জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ মন্তব্য করেন।
আমু বলেন, সম্প্রতি ভারতের একটি পত্রিকায় বেগম খালেদা জিয়া তার সাক্ষাৎকারে বলেছেন আওয়ামী লীগের ব্যর্থতার জন্য ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সমস্যাগুলোর সমাধান হচ্ছে না। খালেদার এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে আমু বলেন, আওয়ামী লীগের কারণে ভারতে সঙ্গে দ্বিপাক্ষিক সমস্যাগুলোর সমাধান হয়নি এটা মিথ্যা কথা।খালেদা জিয়াকে উদ্দেশে তিনি বলেন, জিয়াউর রহমান, এরশাদ এবং আপনি (খালেদা জিয়া) ২১ বছর ক্ষমতায় ছিলেন, ছিটমহল, ফারাক্কা, তিস্তা, পার্বত্য শান্তিচুক্তি ও সমুদ্র সীমানা নির্ধারণ করতে ভারতের সঙ্গে কী করেছেন। উনারা যখন ক্ষমতায় আসেন তখন এসব সমাধানের জন্য আলোচনা তো দূরের কথা, চিন্তা করেছেন বলেও মনে হয় না।শিল্পমন্ত্রী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ফারাক্কা চুক্তির মাধ্যমে ৩০ বছরের জন্য পানি প্রাপ্যতা নিশ্চিত করেন। ছিটমহল নিয়ে ভারতে সঙ্গে বাংলাদেশের একটি সমাঝোতা হয়েছে। আমরা সংসদে অমীমাংসিত ছিটমহলের বিষয়ে অনুমোদন দিয়েছি। কিন্তু ভারত এখনো পর্যন্ত তাদের সংসদে অনুমোদন দিতে পারেনি।তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশে সফরে এসেছিলেন তখন তিস্তা ও ছিটহল নিয়ে মীমাংসা হওয়ার কথা ছিলো। কিন্তু পশ্চিম বঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসব চুক্তির ব্যাপারে একমত না হওয়ায় চুক্তি সম্পাদন সম্ভব হয়নি। এটা ভারতের অভ্যন্তরীণ সমস্যা। এখানে আওয়ামী লীগের কোনো ব্যর্থতা নেই।