সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

অবসর প্রাপ্ত শিক্ষকদের গ্রাচুয়েটি/ সম্মানী প্রদান করলেন মীরসরাই কলেজ

মীরসরাই প্রতিনিধিঃ গতকাল ২০ সেপ্টেম্বর (রবিবার) চট্টগ্রাম মীরসরাই কলেজে প্রাক্তন অবসর প্রাপ্ত শিক্ষকদের গ্রাচুয়েটি/ সম্মানী প্রদান অনুষ্ঠান মীরসরাই কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে দুপুর ১ টায় অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস. এম. আতিকুল ইসলাম লতিফীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক নাসির উদ্দীন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শরীফ, অবসরপ্রাপ্ত অধ্যাপক বাবু দিলীপ কান্তি নাথ, অবসরপ্রাপ্ত অধ্যাপক এ. কে. এম. জাহাঙ্গীর ও পদার্থবিজ্ঞানের অধ্যাপক একরামুল হক। বক্তারা বলেন বাংলাদেশে বেসরকারি কলেজ গুলো সাধারণত কলেজের শিক্ষকরা পরিচালনা করেন। শিক্ষকরা তাদের শ্রম ও মেধা দিয়ে তাদের সমস্ত ত্যাগ দিয়ে থাকে শিক্ষার্থীদের। বাংলাদেশে বেসরকারি কলেজ থেকে অবসরকালীন কোন সম্মানী দেওয়া হয় না শিক্ষকদের। কিন্তু অনেক বছর ধরে মীরসরাই কলেজ শিক্ষকদের আনুতোষিক/ সম্মানী প্রদান করে থাকে। বক্তারা আরো বলেন, মীরসরাই কলেজের মত বাংলাদেশের যে সকল বেসরকারী কলেজ গুলো আছে সেগুলোর অবসরপ্রাপ্ত শিক্ষকদের যাতে একটা আনুতোষিক/সম্মানী প্রদান করেন। অবসর প্রাপ্ত যে সকল শিক্ষকদের সম্মানী দেওয়া হয় অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শরীফ, অবরসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বাবু দিলীপ কান্তি নাথ, সহকারী অধ্যাপক এ. কে. এম জাহাঙ্গীর, সহকারী অধ্যাপক বাবু সুনীল কান্তি সিনহা, সহকারী অধ্যাপক মমিনুল ইসলাম, সহকারী অধ্যাপিকা শেলী রানী দে ও মরহুম সামসুদ্দীন আহম্মদের পক্ষে তার স্ত্রী ।
এই সময় উক্ত কলেজের প্রতিষ্ঠাতা ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মহিউদ্দীন হোসাইনের রোগ মুক্তির কামনায় দোয়া ও মুনাজাত করেন অধ্যাপক সাইফুল হক সিরাজী।