শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

৬ জানুয়ারি শহীদ মিনারে সমাবেশ করবে ১৪ দল

image-1_196589
৫ জানুয়ারি সরকারের বছরপূর্তি উপলক্ষে ৬ জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে ১৪ দল। এছাড়া দেশের সাত বিভাগে সাতটি মহাসমাবেশ এবং আগামী ১৫ জানুয়ারি থেকে দেশব্যাপী উপজেলা পর্যায়েও সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে জোট। রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সন্মেলনে এসব তথ্য জানান জোটের মুখপাত্র এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।তিনি বলেন, আওয়ামী লীগ ও ১৪ দলকে প্রতিহত করার ক্ষমতা আওয়ামী লীগ ছাড়া কারো নাই। আওয়ামী লীগ জনগণের দল। আওয়ামী লীগের যুগ যুগ ইতিহাস আছে। আমরা অতীতে সমস্ত বাধা-বিঘ্নের মধ্যেই কর্মসূচি পালন করেছি। গত নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বে সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে আমরা নির্বাচন করেছি।বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের কটুক্তি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রবাসে পলাতক ব্যক্তি জাতির জনককে কটাক্ষ করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করছে। আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে তাকে মোকাবেলা করার চেষ্টা করেছি। কারণ তার উদ্দেশ্যেই হল একটা অশুভ পরিস্থিতি সৃষ্টি করা। তাই আর কোনভাবেই ছাড় দেয়া হবে না। সে মহানায়ককে ছোট করছে। আর তাকে ছাড় কোন ছাড় নয় বলেও উল্লেখ করেন তিনি।এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আতঙ্কিত না। এগুলো তাদের মহড়া। গাজীপুরে যেভাবে তাদের হরতাল হয়েছে। আগামীকালও সেভাবে হবে। আমরা তাদের কর্মসূচি রাজনীতিকভাবেই মোকাবেলা করবো। অতীতে মাঠে ময়দানে সবসময় ছিলাম। এখনো থাকবো বলেও উল্লেখ করেন তিনি।’আপনারা ৫ জানুয়ারি গণতন্ত্র বিজয় দিবস পালন আর একদিকে বিএনপি গণতন্ত্র হত্যা দিবস পালন করার ঘোষণা দিয়েছে এ ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে দিনি আরো বলেন, ‘গণতন্ত্র হত্যাকারীরাই তো গণতন্ত্র হত্যার কালো দিবস পালন করবে। কারণ তারা (বিএনপি) ৫ জানুয়ারি নির্বাচন বানচাল করে গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল।