শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

৫ জানুয়ারির নির্বাচন জনগণ মানতে বাধ্য নয় -ড.কামাল হোসেন

dr_153882
গণফোরাম সভাপতি, সংবিধান প্রণেতা ড.কামাল হোসেন বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনকে কোর্ট মেনে নিলেও জনগণ এ নির্বাচনের প্রতিনিধিদের মানতে বাধ্য নয়। এ নির্বাচনে আমি ভোট দেয়নি।দেশের ৯০ ভাগ মানুষ বলছে এ নির্বাচন হয়নি।রোববার সন্ধায় ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ পৌর মিলনায়তনে গণফোরাম আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন।ড: কামাল বলেন, কোনো আলাপ-আলোচনা না করেই ষোড়শ সংশোধনী করা হলো। এ সংশোধনী মানা হলে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে না। আগে বিচারক নিয়োগের আইন,বিচারকদের অপসারনের আগে সুষ্ঠু তদন্তের আইন করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের সাথে প্রতারনা করেছে।সেময় তারা বলেছিল সাংবিধানিক বাধ্যবাধকতার চাপে নির্বাচন করছে। পরে সব দলের সাথে সংলপ করবে। গ্রহণযোগ্য নির্বাচন করবে। এখন আওয়ামী লীগ বলছে তারা ৫ বছর ক্ষমতায় থাকবে।সমাবেশে নাগরিক ঐক্যের আহবায়ক ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, বলেন, আওয়ামীলীগ ৫ জানুয়ারির নির্বাচন করে দেশে ভন্ডামী করেছে।এ নির্বাচনকে বিশ্ব মেনে নেয়নি। এ নির্বাচনে আওয়ামীলীগের লোকও ভোট দিতে যায়নি। জেলা গণফোরাম সভাপতি এড.তারিক উর রউফের সভাপতিত্বে সমাবেশে গণফোরাম নেতা এড.সুব্রত চৌধুরী,ভাইস চেয়ারম্যান এড.জগলুল হায়দার আফ্রিদ, আন্তর্জাতিক সম্পাদক আবদুল হাসিব চৌধুরী বক্তব্য রাখেন।