Thursday, January 23Welcome khabarica24 Online

৩৬ বলে ১০০ করলেন কোরি অ্যান্ডারসন

CRICKET-ZEALAND/

৩৬ বলে সেঞ্চুরী করে শাহিদ আফ্রিদির করা ১৮ বছরের রেকর্ড ভাঙলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন। কুইন্সটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অ্যান্ডারসন এই কীর্তি গড়েন। দলের স্কোর যখন দুই উইকেটে ৫৬ রান তখন ক্রীজে আসেন অ্যান্ডারসন। এরপর ওপেনার জেসি রাইডারের সাথে গড়ে তোলেন ৭৫ বলে ১৯১ রানের জুটি। বিশ্বরেকর্ড গড়ার পথে কোরি অ্যান্ডারসন হাঁকান ১৪টি ছয় এবং ছয়টি চার। শেষ পর্যন্ত ৪৭ বলে ১৩১ রান কোরে অপরাজিত থাকেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এর আগে ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে সেঞ্চুরী করেছিলেন পাকিস্তানি অলরাউন্ডার শাহিদ আফ্রিদি।

 

উৎস- ইন্ডিপেনডেন্ট

Leave a Reply