Saturday, January 25Welcome khabarica24 Online

৩দিন পর উদ্ধার করা হল অন্তসত্ত্বা গৃহবধূর লাশ

images

মীরসরাই প্রতিনিধি : মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের সাতবড়িয়া গ্রামের এক অন্তসত্ত্বা অষ্টাদশী নববধূর লাশ নিখোঁজের তিন দিন গত সোমবার (১১ নভেম্বর) সকালে বাড়ীর পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী।
প্রাপ্ত তথ্যে জানা যায়, মীরসরাই উপজেলার সাতবাড়ীয়া গ্রামের ধরপাড়ার তুষার কান্তি দে এর পুত্র ঢাকায় চাকুরীজীবি রাজীব দে এর সাথে বোয়ালখালী উপজেলার শাকপুরা গ্রামের শম্ভু চৌধুরীর কলেজে এইচএসসি পড়–য়া অষ্টাদশী কন্যা এ্যানী চৌধুরীর সাথে বিয়ে হয় মাত্র ১ বছর পূবে। গত শনিবার ৯ নভেম্বর থেকে ৪ মাসের অন্তঃস্বত্তা এই অষ্টাদশী গৃহবধু এ্যানীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে এ্যানির পিত্রালয় থেকে ও মামা তাপস চৌধরী সহ অনেকে এসে খোঁজাখুঁজি করে কোন হদিস মিলেনি ২ দিন ধরে। অবশেষে তৃতীয় দিন সোমবার (১১ নভেম্বর ) সকালে তার লাশ শ্বশুর বাড়ীর পুকুরে ভাসমান অবস্থায় পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দিলে মীরসরাই থানা পুলিশ উক্ত লাশ উদ্ধার করে। এই বিষয়ে এ্যানীর মামা তাপষ চৌধুরী জানায় তাদের মেয়েকে ওরা ইতিপূর্বে ও যৌতুকের জন্য নির্যাতন করেছিল বলে এ্যানি অভিযোগ করেছিল। বর্তমানেও সেই শ্বশুর শাশুড়ীই তাকে যৌতুকের জন্য নির্যাতন করে হত্যা করেছে বলে অভিযোগ আনেন মীরসরাই থানায় এজাহার দায়ের করে কনের পিত্রা শম্ভু চৌধুরী। এই বিষয়ে মীরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঁঞা জানান লাশ পোষ্টমর্টেম এর জন্য প্রেরণ করা হয়েছে আর ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় সকল আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Leave a Reply