শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

২৬ সেপ্টেম্বর থেকে ঈদে রেলের অগ্রিম টিকিট

mojibul20140909132018_145418

ঈদুল আজহায় রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২৬ সেপ্টেম্বর থেকে। টিকিট পাওয়া যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া ৩ অক্টোবর থেকে ফিরতি টিকেট দেয়া হবে। মঙ্গলবার দুপুরে রেল ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের রেলমন্ত্রী মুজিবুল হক এ কথা জানান। এসময় তিনি আর চিরকুমার থাকছেন না বলেও জানান সাংবাদিকদের। মন্ত্রী জানান, একজন যাত্রী লাইনে দাঁড়িয়ে সর্বোচ্চ চারটি টিকিট কাটতে পারবেন। প্রথম দিন পাওয়া যাবে ঈদের ৫ দিন আগের টিকেট। তিনি আরো জানান, ঈদ উপলক্ষে মোট ৫ জোড়া ট্রেন ছাড়া হবে। যাত্রীদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীও নিয়োজিত থাকবে। চাঁদ দেখার ভিত্তিতে আগামী ৫ থেকে ৭ অক্টোবর ঈদের সরকারি ছুটি হওয়ার কথা। এর আগে ৪ অক্টোবর রয়েছে হিন্দু সম্প্রদায়ের বিজয়া দশমীর ছুটি।
এদিকে সাংবাদ সম্মেলনে বিয়ের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, কথা সত্যি। সময়মতো সব বলব। তবে চিরকুমার আর থাকছি না। বিয়ের অনুষ্ঠান বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সবকিছু রীতিনীতি মেনেই হবে। বিয়ের দুটো পক্ষ আছে। দুই পক্ষ বসে ঠিক করা হবে বিয়ের অনুষ্ঠান কবে হবে। তিনি আরও বলেন, বেশি কথা কথা বলা যাবে না। কোন রকমে রাজি করা হয়েছে, যদি আবার ফিরে যায়!