পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী ২২ এপ্রিল তিস্তা ব্যারেজ অভিমুখে লংমার্চ করবে বিএনপি। বুধবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সাংবাদিক সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল জানান, ২২ এপ্রিল মঙ্গলবার সকালে ঢাকা থেকে তিস্তা অভিমূখে লংমার্চ যাত্রা করবে। পরদিন ২৩ এপ্রিল বুধবার বেলা ১১টায় লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার তীরে লংমার্চ পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হবে। তিস্তা অভিমুখে লংমার্চের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্কের কারণেতো বাংলাদেশের তিন কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে না। এটি আমাদের জাতীয় সমস্যা। এজন্যই তিস্তা অভিমুখে লংমার্চ।তিনি বলেন, দেশ ও দেশের জনগণ তথা সর্বোপরী জাতীয় স্বার্থে আমাদের এ কর্মসূচি। আশা করি সরকার আমাদের এ কর্মসূচি পালনে সহযোগিতা করবে। তাদের চিরাচরিত নিয়ম অনুযায়ী কোন ধরনের বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।এছাড়া সংবাদ সম্মেলনে জানানো হয় নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে বৃহস্পতিবার প্রতিবাদ সভা করা হবে। বিকেল তিনটায় কাকরাইলের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউশন মিলনায়তনে বিএনপির এ প্রতিবাদ সভা হবে।বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ইলিয়াস আলীকে সরকারের বিশেষ বাহিনী তুলে নিয়ে গেছে। একই কায়দায় এ পর্যন্ত ঢাকা মহানগরে বিএনপির ২২ জন নেতা নিখোঁজ হয়েছেন। এভাবে বিরোধী নেতাকর্মী ও দেশের সাধারণ মানুষ গুম হওয়াকে মানবতাবিরোধী অপরাধ বলেও মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল জানান, ২২ এপ্রিল মঙ্গলবার সকালে ঢাকা থেকে তিস্তা অভিমূখে লংমার্চ যাত্রা করবে। পরদিন ২৩ এপ্রিল বুধবার বেলা ১১টায় লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার তীরে লংমার্চ পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হবে। তিস্তা অভিমুখে লংমার্চের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্কের কারণেতো বাংলাদেশের তিন কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে না। এটি আমাদের জাতীয় সমস্যা। এজন্যই তিস্তা অভিমুখে লংমার্চ।তিনি বলেন, দেশ ও দেশের জনগণ তথা সর্বোপরী জাতীয় স্বার্থে আমাদের এ কর্মসূচি। আশা করি সরকার আমাদের এ কর্মসূচি পালনে সহযোগিতা করবে। তাদের চিরাচরিত নিয়ম অনুযায়ী কোন ধরনের বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।এছাড়া সংবাদ সম্মেলনে জানানো হয় নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে বৃহস্পতিবার প্রতিবাদ সভা করা হবে। বিকেল তিনটায় কাকরাইলের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউশন মিলনায়তনে বিএনপির এ প্রতিবাদ সভা হবে।বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ইলিয়াস আলীকে সরকারের বিশেষ বাহিনী তুলে নিয়ে গেছে। একই কায়দায় এ পর্যন্ত ঢাকা মহানগরে বিএনপির ২২ জন নেতা নিখোঁজ হয়েছেন। এভাবে বিরোধী নেতাকর্মী ও দেশের সাধারণ মানুষ গুম হওয়াকে মানবতাবিরোধী অপরাধ বলেও মন্তব্য করেন তিনি।