সরকার পতন আন্দোলনের পক্ষে জনমত গড়তে ফের জেলা সফরে বের হচ্ছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী ২২শে সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রথম সফর করবেন তিনি। সেখানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন খালেদা জিয়া। এরপর ২৫শে সেপ্টেম্বর জামালপুর জেলা সফর করবেন তিনি। ওই দিন বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার সাতটি উপজেলায় ত্রাণ বিতরণের পাশাপাশি জেলা সদরের সিংহজানি হাইস্কুল মাঠে ২০ দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য দেবেন তিনি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন। এদিকে আজ বিকালে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জামালপুর জেলা বিএনপির নেতাদের সফরের প্রস্তুতি নিয়ে বৈঠক করেন।