শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

২০ দলীয় জোট ভাঙার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে : ফখরুল

fakrul_152414
আওয়ামী লীগ ২০ দলীয় জোট ভাঙার ষড়যন্ত্র করছে। তাদের এ অপততপরতা ব্যর্থ হয়েছে। ২০ দলীয় জোট এখনও অটুট রয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী বাস্তুহারা দলের ২৩ তম প্রতিষ্ঠাবাষির্কী ও জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
‘আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে’ এমন মন্তব্য করে ফখরুল বলেন, আওয়ামী লীগ ২০ দলীয় জোট ভাঙার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, এ জোট থেকে একটি দলও বেরিয়ে যায়নি। লোভ ও প্রলোভনে দুই একজন চলে যেতে পারে। এতে জোটের কোনো সমস্যা হবে না। জনগণের আন্দোলনের স্রোতে খড়কুটোর মতো ভেসে যাবে এ অবৈধ সরকার।
‘আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করে জনগণের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে’ এমন অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গণতন্ত্র রক্ষায় ১৯৭১ সালের মত ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ক্ষমতাসীন নেতাদের উদ্দেশে তিনি বলেন, গণতন্ত্র হত্যার দায়ে এ দেশের মানুষ একদিন এদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।