Sunday, January 19Welcome khabarica24 Online

১ গ্রাম আগাছা বিক্রি ১ ডলারে!

tree

আন্তর্জাতিক ডেস্ক

আগাছা! সম্ভবত পৃথিবীর সবচেয়ে অপ্রয়োজনীয় বস্তু! কিন্তু এ আগাছাই বিক্রি হবে প্রতি গ্রাম এক মার্কিন ডলার দরে (প্রায় ৭৮ টাকা)!

অপ্রয়োজনীয় আগাছা এমন অবিশ্বাস্য মূল্য পাচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়েতে!

দেশটির মাদকনিয়ন্ত্রণ ও পাচারবিরোধী প্রচারণা সংস্থার প্রধান জুলিও কালদাজা জানিয়েছেন, মাদক পাচারের বিরুদ্ধে লড়াই জোরদার করতে মারিজুয়ানা নামক আগাছার প্রতি গ্রাম (মাদক উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহার হয়ে থাকে) এক ডলার মূল্যে বিক্রি করবে সরকার।

দেশটির পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষে ইতোমধ্যে এ সংক্রান্ত একটি আইন পাস হয়েছে। আশা করা হচ্ছে এ বছরের শেষের দিকে উচ্চকক্ষ সিনেটও আইনটি পাস হয়ে যাবে।

এ আইনটি যদি পাস হয়ে যায়, তবে উরুগুয়েই পৃথিবীর প্রথম দেশ হিসেবে মারিজুয়ানা (মাদক উৎপাদনের কাঁচামাল) উৎপাদন, বিতরণ ও বিপণনে নিবন্ধন দেবে  এবং এ সংক্রান্ত আইনি বৈধতা দেবে।

মাদক নিয়ন্ত্রণ সংস্থার প্রধান জুলিও কালদাজার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে দেশটির ‘দ্য এল পায়াস’ পত্রিকা জানিয়েছে, ২০১৪ সালের দ্বিতীয়ার্ধে আগাছা বিক্রির এই লেনদেন শুরু হবে বলে আশা করা হচ্ছে।

কালদাজা দাবি করেন, অর্থ আয়ের জন্য নয়, অবৈধ পাচার ঠেকাতেই এ সাহসী সিদ্ধান্ত নিয়েছে সরকার!

Leave a Reply