চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে ১৯টি উপজেলায় নির্বাচন আগামী ১৯ মে। বুধবার বিকালে নির্বাচন কমিশন (ইসি) এ তফসিল ঘোষণা করে। এসব উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ এপ্রিল, যাচাই বাছাই ২৪ এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩ মে।
গত ১৯ ফেব্রুয়ারি চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়ে পাঁচ দফায় মোট ৪৫৮টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৩টি উপজেলায় সীমানা সংক্রান্ত জটিলতা, আদালতের নিষেধাজ্ঞা ও মেয়াদ শেষ না হওয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। চতুর্থ উপজেলা নির্বাচনের ষষ্ঠ ধাপে বাকি উপজেলাগুলোর মধ্যে ১৯টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ১৯ ফেব্রুয়ারি চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়ে পাঁচ দফায় মোট ৪৫৮টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৩টি উপজেলায় সীমানা সংক্রান্ত জটিলতা, আদালতের নিষেধাজ্ঞা ও মেয়াদ শেষ না হওয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। চতুর্থ উপজেলা নির্বাচনের ষষ্ঠ ধাপে বাকি উপজেলাগুলোর মধ্যে ১৯টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।