সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

১৯ মে ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচন

u_21478_0_88946
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে ১৯টি উপজেলায় নির্বাচন আগামী ১৯ মে। বুধবার বিকালে নির্বাচন কমিশন (ইসি) এ তফসিল ঘোষণা করে। এসব উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ এপ্রিল, যাচাই বাছাই ২৪ এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩ মে।
গত ১৯ ফেব্রুয়ারি চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়ে পাঁচ দফায় মোট ৪৫৮টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৩টি উপজেলায় সীমানা সংক্রান্ত জটিলতা, আদালতের নিষেধাজ্ঞা ও মেয়াদ শেষ না হওয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। চতুর্থ উপজেলা নির্বাচনের ষষ্ঠ ধাপে বাকি উপজেলাগুলোর মধ্যে ১৯টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।