চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলনের পরবর্তী করণীয় ঠিক করতে ১৯ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার রাত ১০টায় চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের কর্মপরিষদ সদস্য আবদুল হালিম, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরউত্তম, জাতীয় পার্টির (জাফর) সভাপতি কাজী জাফর আহমেদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের সভাপতি সৈয়দ মজিবুর রহমান, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপির সভাপতি শেখ শওকত হোসেন নীলু, এনডিপির চেয়রাম্যান খন্দকার গোলাম মর্তুজা, লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মবিন, ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, মুসলিম লীগের চেয়ারম্যান এ এইচ এম কামরুজ্জামান খান, পিপলস লীগের সভাপতি গরিবে নেওয়াজ, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, জমিয়তে ওলামায়ে ইসলামের সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, ডেমোক্রেটিক লিগের সভাপতি সাইফুদ্দিন মনি উপস্থিত রয়েছেন।