জাতীয় রাজস্ব-বোর্ড (এসবিআর) আগামী ১৬ থেকে ২২ সেপ্টেম্বর দেশের সকল বিভাগ ও জেলা সদরদফতরে আয়কর মেলা ২০১৪ আয়োজন করবে। এনবিআর সূত্র জানায়, বিভাগীয় সদরদফতরে ৭দিন এবং জেলা সদরদফতরে ৪ দিন এ মেলা অনুষ্ঠিত হবে।
আয়কর দিবস সারাদেশে একইদিনে অনুষ্ঠিত হবে।অর্থমন্ত্রী এএমএ মুহিত ১৬ সেপ্টেম্বর ঢাকায় অফিসার্সক্লাবে মেলার উদ্বোধন করবেন।
প্রতিবছরের ন্যায় এবারও মেলার মূল উদ্দেশ্য হবে করপ্রদানে গুরুত্ব এবং নিয়মিত করা আদায়ের সুফল সম্পর্কে জনগণকে সচেতন করা।মেলার এনবিআর আয়কর রিটার্ন দাখিল এবং ই-টিন সাটিফিকেটের জন্য নিবন্ধনে অনলাইন সুযোগ-সুবিধসহ বিভিন্ন সেবাপ্রদান করবে।মেলায় নারী, প্রতিবন্ধী ও প্রবীনদের জন্য পৃথক বুথ থাকবে। লোকরা যাতে মেলা প্রাঙ্গণে আয়কর জমা দিতে পারে এজন্য সোনালী ব্যাংক ও জনতা ব্যাংকের বুথ থাকবে।মেলার সময় এনবিআর কর্মীরা প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রদান করবে। মেলা সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উম্মুক্ত থাকবে।নিয়মিত আয়কর প্রদানে উৎসাহিত করতে কর সংস্কৃতির-উন্নয়নে ২০০৮ সাল থেকে এনবিআর কর মেলার আয়োজন করে আসছে।