শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

১৬ ডিসেম্বরের মধ্যে নতুন সংজ্ঞায় মুক্তিযোদ্ধা তালিকা

image_137285.mojamel_liberation+war_minister
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, অনেকেই ভুল তথ্য দিয়ে মুক্তিযোদ্ধার সনদ সংগ্রহ করেছে। তাই আমরা মুক্তিযোদ্ধার সংজ্ঞাটা এবার নিশ্চিত করতে যাচ্ছি এবং সেই আলোকে যারা যারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন তাঁরাই চূড়ান্ত তালিকায় আসবেন।
মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর লস্করচালা গ্রামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বিকালে স্থানীয় সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত মুক্তিযোদ্ধা, কৃতী শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী।
মোজাম্মেল হক বলেন, আমি কথা দিয়েছি যে ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা তালিকা চূড়ান্তকরণ করে ফেলব এবং ২৬ মার্চের আগে (আগামী বছর) আমরা তাদের সব্বাইর হাতে সার্টিফিকেট ও পরিচয়পত্র ইত্যাদি তুলে দেব।ডা. সুশান্ত কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশা ইউনিভার্সিটির উপাচার্য ড. ডালেম চন্দ্র বর্মণ, আবু নাসির আহমেদ।