Saturday, December 14Welcome khabarica24 Online

১১ স্থানে পানি বিপৎসীমার ওপরে

fc0q7m3u

আগামী ৭২ ঘণ্টায় গঙ্গা-পদ্মা এবং মেঘনা নদীসহ ঢাকা শহর সংলগ্ন নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে।
এছাড়া আগামী ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি এবং ৪৮ ঘণ্টায় যমুনা নদীর পানি সমতল হ্রাস পাওয়া শুরু করতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা তথ্য কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।
পানি উন্নয়ন বোর্ডের ৮৩টি পানি মনিটরিং সেন্টারের মেধ্যে ৪৯টি স্থানে পানি বৃদ্ধি এবং ২৯টি স্থানে পানি হ্রাস পেয়েছে। ৪টি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে। একটি স্থানে তথ্য পাওয়া যায়নি। ১১টি স্থানে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, আজ সকাল ৬টার তথ্য অনুযায়ী গাইবান্ধায় ঘাগট নদীর পানি বিপদসীমার ২৬ সেন্টিমিটার, চিলমারীতে বৃহ্মপুত্রের পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার, বাহাদুরাবাদে যমুনার পানি বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার, সারিয়াকান্দিতে ৬৭ সেন্টিমিটার ও সিরাজগঞ্জে ১০ সেন্টিমিটার, বাঘাবাড়িতে আত্রাইয়ের পানি বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার, এলাশীনে ধলেশ্বরীর পানি ১১ সেন্টিমিটার, লাখপুরে লইক্ষ্যার পানি ১০ সেন্টিমিটার, কানাইঘাটে সুরমার পানি ৪৫ সেন্টিমিটার, সুনামগঞ্জে সুরমার পানি ৩৫ সেন্টিমিটার এবং জারিয়াজাঞ্জাইলে কংসোর পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।