সর্বকালের সেরা অল রাউন্ডার জ্যাক কালিসকে জয় উপহার দিয়ে বিদায় জানালো দক্ষিণ আফ্রিকা। ডারবান টেস্টে বারবার বৃষ্টি হানা দিলেও ম্যাচ বাঁচাতে পারেনি সফরকারী ভারত। গতকাল তারা সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হেরেছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। দ্বিতীয় ইনিংসে ৫৮ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্সিণ আফ্রিকা কোন উইকেট না হারিয়েই জয়ের নাগাল পেয়ে যায়। এতে স্বাগতিকরা দুই ম্যাচের সিরিজ ১-০-তে জিতে নিল। আর তাদের ক্রিকেট নায়ক জ্যাক ক্যালিসকে বিদায়ী টেস্টে দিল জয় উপহার। এর আগে ভারতকে দ্বিতীয় ইনিংসে মাত্র ২২৩ রানে গুটিয়ে দিয়ে জয়ের জন্য ৫৮ রানে লক্ষ্যে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ভারত প্রথম ইনিংসে ৩৩৪ ও দক্ষিণ আফ্রিকা ৫০০ রানে অল আউট হয়।ডারবান টেস্টের শেষে দিনের শুরুতেই ডেল স্টেইনের জোড়া আঘাতে ডারবান টেস্টে বিপদে পড়েছে সফরকারী ভারত। আগের দিনে ২ উইকেটে ৬৮ রান নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে পঞ্চম দিন ব্যাট করতে নামে ভারত। শেষ দিনের প্রথম বলেই স্টেইনের বলে আউট হন আগের দিনে ১১ রানে অপরাজিত ব্যাটসম্যান বিরাট কোহলি। স্টেইন পরের ওভারের শেষ বলে আগের দিনে ৩২ রানে অপরাজিত থাকা ব্যাটসম্যানকে চেতেশ্বর পুজারাকে ফেরত পাঠান দলীয় ৭১ রানে। আর ১০৪ রানের মাথায় রোহিত শর্মাকে আউট করে ফিল্যান্ডার। শেষ পর্যন্ত আজিঙ্কা রাাহনের ক্যারিয়ার সেরা ৯৬ রানে ভারত দ্বিতীয় ইনিংসে ২২৩ রানে অল আউট হয়। আফ্রিকার স্পিনার রবিন পিটারসন ৭৪ রানে ৪টি আর ডেল স্টেইন ও ভারনন ফিল্যান্ডার তিনটি করে উইকেট দখল করেছেন।