Thursday, January 23Welcome khabarica24 Online

‘হেলেন’ আঘাত হানবে বিকেলে

helen

ঘূর্ণিঝড় ‘হেলেন’ ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে ধেয়ে আসছে। শুক্রবার বিকেল নাগাদ এ ঘূর্ণিঝড়টি আঘাত হানবে বলে আশঙ্কা করছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের ভাষ্য অনুযায়ী, ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ‘হেলেন’।অন্ধ্রের নিম্নাঞ্চলগুলোতে ঘূর্ণিঝড়ের কারণে এক থেকে দেড় মিটার উচ্চতা পর্যন্ত জলোচ্ছাস হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। সেকারণে নিম্নাঞ্চল থেকে অন্তত ২৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।উপকূল সংলগ্ন জেলাগুলোতে এরমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এপি জানিয়েছে, জেলেদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রেও সতর্ক করা হয়েছে। সবগুলো সমুদ্র বন্দরেও সতর্ক সংকেত দেওয়া হয়েছে।

এদিকে সকাল থেকে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল বাতাস হচ্ছে কৃষ্ণা, বিশাখাপটনাম, পশ্চিম গোদবাড়িসহ অন্ধ্রপ্রদেশের অন্যান্য উপকূলবর্তী এলাকাগুলোতে।বৃহস্পতিবার থেকেও উপকূলীয় এ রাজ্যটিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে বলে জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।এর আগে অক্টোবর মাসে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যায় আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় ‘ফাইলিন’

Leave a Reply