রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

হাসপাতাল তত্ত্বাবধানে মনিটরিং সেল গঠন বিষয়ে রুল

highc_88940
সরকারি-বেসরকারি হাসপাতাল, রোগ নির্ণয় কেন্দ্র ও ক্লিনিক যথাযথ তত্ত্বাবধানে এবং দারিদ্র্যের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতে একটি মনিটরিং সেল গঠনের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানির পর এই রুল দেন। একই সঙ্গে অননুমোদিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্র বন্ধ করার নির্দেশ কেন দেয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।রুলে বিবাদী করা হয়েছে স্বাস্থ্য সচিব, আইন সচিব, স্বরাস্ট্র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ প্রাইভেট ক্লিনিকস এন্ড ডায়াগনষ্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি ও সেক্রেটারিকে। তাদেরকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি অননুমোদিত প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার বন্ধসহ সরকারী ও প্রাইভেট হাসপাতাল তত্ত্বাবধায়নের জন্য একটি মনিটরিং সেল গঠনের নির্দেশ দেন হাইকোর্টের এই বেঞ্চ।
গত ১৯ মার্চ জনস্বার্থে অ্যাডভোকেট জে.আর খান রবিনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ ইউ আহম্মেদ ও সাবিনা ইয়াসমিন এ রিট আবেদন দায়ের করেন। বুধবার আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। রাষ্ট্রপক্ষে ছিলেন  ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল-আমিন সরকার।