বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদের ধানমন্ডিস্থ বাসা লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে ককটেল দুটি বাসার সামনের প্রধান সড়কের ফুটপাতে বিস্ফোরিত হয়েছে। এতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৮টা ৫৫ মিনিটে তার ধানমন্ডির ৬/১ নং বাসা লক্ষ্য করে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধানমন্ডি থানার ওসি আবু সালেহ মাসুদ করিম কালের কণ্ঠকে জানান, বাসার ভেতরে ককটেল বিস্ফোরিত হয়নি। বাসার সামনের প্রধান সড়কে সেগুলোর বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।