প্রেস বিজ্ঞপ্তি :
১৮ দল আহূত টানা ৬০ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে হরতালের সমর্থনে মীরসরাই পৌরসভা বি.এন.পি. এর উদ্যোগে বিশাল শোডাঊন করা হয়। মীরসরাই পৌরসভা বি.এন.পি. সভাপতি নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক লায়ন রফিকুল ইসলাম পারভেজ এর নেতৃত্বে অনষ্ঠিত শোডাউনে পেীর বি.এন.পি, যুবদল ও ছাত্রদলের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শোডাউন পরবর্তী সমাবেশে বক্তারা কেন্দ্রীয় বি.এন.পি. নেতা প্রফেসর কামাল উদ্দিন চেীধুরীর নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই জালিম সরকারকে বিতাড়িত করে একটি নিরপেক্ষ, নির্দলীয সরকারের মাধ্যমে আগামী জাতীয নির্বাচন অনুষ্ঠানে বাধ্য করা হবে বলে জোর হুশিয়ারি উচ্চারণ করেন।