Wednesday, February 12Welcome khabarica24 Online

হঠাৎ অবসর ঘোষণা সোয়ানের

3981_s

 

অ্যাশেজ সিরিজের মধ্যে হঠাৎ করেই সকল ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংলিশ বোলার গ্রায়েম সোয়ান। অ্যাশেজের বাকি দুটি ম্যাচেও খেলবেন না ডানহাতি এই স্পিনার। সিরিজে ৩৪ বছর বয়স্ক ইংল্যান্ড দলের অন্যতম অভিজ্ঞ এই বোলার তিন টেস্টে পেয়েছেন মাত্র ৭টি উইকেট। অস্ট্রেলিয়ার কাছে ৩-০তে অ্যাশেজ হারের পর হতাশায় পড়েন সোয়ান। রোববার সবাইকে অবাক করে সোয়ান জানান, আমি বছরের শুরুতেই অবসর নিতে চেয়েছিলাম। আমার শরীর পাঁচ দিনের ম্যাচের সঙ্গে পেরে উঠছিল না। কিন্তু টানা চতুর্থ অ্যাশেজ জয়ের জন্য অস্ট্রেলিয়াতে এসেছিলাম। সেটা আর হল না। অ্যাশেজ হারের পর খেলার আর মানে হয় না।
এদিকে ইংলিশ কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বলেন, গ্রায়েম সোয়ান সফলতম ক্যারিয়ারে সকল ধরণের ক্রিকেটে ইংল্যান্ডকে অসাধারণ সাপোর্ট দিয়েছে। তার চমৎকার অর্জনে তাকে ধন্যবাদ জানাই’।

Leave a Reply