যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দেয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছে ব্রাজিল। স্নোডেন রাজনৈতিক আশ্রয়ে বর্তমানে রাশিয়ায় আছেন। ২০১৪ সালের আগস্টে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে থাকার মেয়াদ শেষ হয়ে যাবে, তারপর স্নোডেন কোথায় যাবেন তাই নিয়ে এখনই জল্পনা-কল্পনা শুরু হয়েছে। এরইমধ্যে স্নোডেন ব্রাজিলের প্রেসিডেন্ট ও ব্রাজিলবাসীদের ওপর এনএসএর গোপন গোয়েন্দা নজরদারির বিষয়ে তদন্ত কাজে সহায়তা করার প্রস্তাব দেন। এতে স্নোডেন ব্রাজিলে রাজনৈতিক আশ্রয় পেতে যাচ্ছেন বলে ধারণা ছড়িয়ে পড়ে। সেই ধারণাকে খারিজ করে দিয়ে মঙ্গলবার ব্রাজিলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ব্রাজিলে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেননি স্নোডেন, আর রাজনৈতিক আশ্রয় প্রার্থনা না করলে বিবেচনার প্রশ্নই আসে না। ওইদিন ব্রাজিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, জুনে মস্কো পৌঁছানোর পর থেকে এ বিষয়ে স্নোডেনের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক অনুরোধ পায়নি ব্রাজিল সরকার। আনুষ্ঠানিক অনুরোধ ছাড়া রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন তিনি। একইদিন ব্রাজিলের সংবাদপত্র ফোলহা দে এস পাউলো’তে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক চিঠিতে স্নোডেন এনএসএর ইন্টারনেট নজরদারি প্রকল্পের বিষয়ে ব্রাজিলের তদন্ত কাজে সহযোগিতা করার প্রস্তাব দেন। চলতি বছরের প্রথমদিকে স্নোডেনের প্রকাশ করা নথির সূত্র ধরেই ব্রাজিলবাসী ও তাদের প্রেসিডেন্টের ওপর যুক্তরাষ্ট্রের গোপন গোয়েন্দা নজরদারির বিষয়টি প্রকাশ পায়। এর পাশাপাশি আভাজ নামের নাগরিক অধিকার বিষয়ক একটি ওয়েবসাইট, স্নোডেনকে ব্রাজিলে রাজনৈতিক আশ্রয় দেয়ার বিষয়ে দেশটির প্রেসিডেন্ট দিলমা রৌসেফের ওপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে, অনলাইনে স্বাক্ষর সংগ্রহ আন্দোলন শুরু করে এর পরিপ্রেক্ষিতে বিবৃতির মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করল ব্রাজিল সরকার।