Saturday, January 25Welcome khabarica24 Online

স্থানু জীবন : সিত্তুল মুনা সিদ্দিকা

বৃষ্টি স্নাত আমগাছের পাতারা
ঘন সবুজ হয়েছে,
তবুও অদ্ভুত এক শূণ্যতা নিয়ে
সোনালী রোদের আলো ছড়ালো!
এক ঝলমলে সকাল বাহির যেতে
মৌন হাতছানি দিলো,
জানালার অদূরে চেনা পথটা
এখনো জনমানব শূণ্য !
বাহিরে সৌম্য শান্ত বাতাস,
নেই গাড়ির ধোঁয়ার ঝাঁঝালো গন্ধ,
পূবের পাঁচিলের ধার ঘেঁসে থাকা
এ কোন দূর্যোগের মূখোমুখি
নিরীহ আমজনতা ?
আজকের বিশ্ব হতবিহ্বল!
আত্মজিজ্ঞাসা চলে আনমনে..
অযাচিত উৎপিড়ন মনকে
সারাক্ষণ তাড়িয়ে বেড়ায়,
গৃহ কোনে অধীর মানবের
পায়চারী দেখে আহ্নিক গতি
দূর হতে মৃদু হাসে ….!
কতোটা নিপূণ ভাবে গৃহবাসী মানুষ
নিজেকে মানিয়ে নিতে চাইছে।


মনেরই অজান্তে সুবিশাল
নীল আকাশের পানে চেয়ে
কল্পোলোকে হারায় বার বার ,
প্রতিটি দিন গুনতে গুনতে
মাস পেরিয়ে ক্যালন্ডারের পাতা
পরিবর্তন হয়ে যাচ্ছে।
চির পরিচিত ধরিত্রী
আড়ম্বর ভুলে থমকে গেছে,
শুধু এই স্থানু জীবনের স্থায়িত্বটাই
রইলো কেবল সবারই অজানা!