Wednesday, January 22Welcome khabarica24 Online

স্ত্রীকে উত্যক্ত করায় দর্শক পেটালেন সাকিব

28125_sk

বৃষ্টিতে যখন খেলা বন্ধ ছিল ঠিক তখনই ঘটে ঘটনাটি। খেলা দেখতে এসেছিলেন বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। একদল বখাটে তরুণ দর্শক শিশিরকে দেখে উত্তক্ত করতে শুর করে। আর স্ত্রীর এমন অপমানে মাঠে বসে থাকেননি সাকিব। তিনি সেই ৭/৮ জন তরুণকে পিটিয়েছেন। দিয়েছেন কিল, লাথি, চড় ঘুষিও। মূল ভি আইপি গ্যালারিতে বসে থাকা অবস্থায় শিশিরের সঙ্গে অশোভন আচরণ করছিল সেই তরুণরা। বৃষ্টির ফাঁকে সাকিব সেখানে শিশিরের খোজ নিতে গেলে সেখানে শিশির সাকিবের কাছে নালিশ করেন। পরে তাদের বিসিবি’র অফিস কক্ষে ডেকে নিয়ে ধোলাই দেয়া হয় বলে জানা গেছে।