জামালপুরে স্কুলছাত্র স্বাধীন হত্যা মামলায় ৫ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার জামালপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-সাদ্দাম (১৮), সেতু (১৯), ফজলে রাব্বি (১৮), জাকির হোসেন (১৯) ও মিরান হোসেন (১৮)।জানা যায়, ২০১০ সালের ২৩ মার্চ মঙ্গলবার বিদ্যুত না থাকায় রাত ১১টার দিকে স্বাধীন দুই বন্ধুকে নিয়ে বাড়ির পাশে গল্প করছিল। ওই সময় কয়েকজন সন্ত্রাসী তাদের ওপর ছুরিকাঘাত করে। আহতদের জামালপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক স্বাধীনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্বাধীনের বাবা ব্যবসায়ী সাইফুল ইসলাম বাদী হয়ে ৫ জনকে আসামি করে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।