Saturday, January 25Welcome khabarica24 Online

সোমবার সারাদেশে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল

9393_jm

জামায়াতের আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ১০ ট্রাক অস্ত্র মামলার রায়ের প্রতিবাদে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে  এই হরতালের ডাক দেন। তিনি বলেন, সরকার মাওলানা মতিউর রহমান নিজামীকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যার গভীর ষড়যন্ত্র করছে। সরকার তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য তার বিরুদ্ধে মিথ্যা, কাল্পনিক অভিযোগ দায়ের করে বিচারের নামে প্রহসনের আয়োজন করে। জামায়াত নেতা দাবি করেন, ২০০৪ সালের ১লা এপ্রিল দায়ের করা ১০ ট্রাক অস্ত্র মামলার এফ.আই.আর-এ মাওলানা মতিউর রহমান নিজামীর নাম ছিল না। ২০০৪ সালের ১১ই জুন দাখিল করা চার্জশিটেও মাওলানা নিজামীর নাম ছিল না। সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ২০১১ সালের ২৬শে জুন নিজেদের পরিকল্পিত ছকে দ্বিতীয় দফা চার্জশিটে মাওলানা মতিউর রহমান নিজামীকে অন্তর্ভূক্ত করে অন্যায়ভাবে ফাঁসানোর ষড়যন্ত্র করে।তিনি বলেন, সরকারের উদ্দেশ্যই হলো, যে কোন উপায়ে মাওলানা নিজামীকে হত্যা করা। সরকারের এই ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা ৩রা ফেব্রুয়ারী সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষাণা করছি। এ কর্মসূচি সফল করে তোলার জন্য ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, বুদ্ধিজীবী, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী, সুশীল সমাজ, সর্বস্তরের পেশাজীবী সম্প্রদায়সহ সকল শ্রেণী-পেশার মানুষের প্রতি আহ্বান জানান তিনি।