বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সোমবারের পরিবর্তে বৃহস্পতিবার জামায়াতের হরতাল

9393_jm
বিশ্ব ইজতেমা ও হিন্দু ধর্মাবলম্বীদের স্বরস্বতীর পূজার জন্য সোমবারের ঘোষিত হরতাল কর্মসূচি বৃহস্পতিবার পালন করবে জামায়াতে ইসলামী। দশ ট্রাক অস্ত্র মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসির দণ্ড দেয়ায় সোমবার হরতালের ডাক দিয়েছিল দলটি। শনিবার সন্ধ্যায় বিবৃতির মাধ্যমে হরতালের পরিবর্তিত সময়সূচির ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান। বিবৃতিতে শফিকুর রহমান বলেন, বিশ্ব এজতেমার ২য় পর্বের আখেরী মুনাজাত শেষে মুসল্লিদের নিজেদের গন্তব্যে ফেরার স্বার্থে ও হিন্দু সম্প্রদায়ের স্বরস্বতী পূজার কারণে ঘোষিত হরতাল কর্মসূচি ৩ ফেব্রুয়ারির পরিবর্তে ৬ ফেব্রুয়ারি পালিত হবে। তবে ৩ ফেব্রুয়ারী সোমবার দেশব্যাপী শন্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচী পালিত হবে।