শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সীতাকুন্ডে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিক্সা যাত্রী নিহত

images (2)
সীতাকুন্ড প্রতিনিধি : সীতাকুন্ডে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিক্সা যাত্রী নিহত। এ সময় আহত হয়েছে আরও ৩ যাত্রী। তাদের মধ্যে ২জনের অবস্থা আশংঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা যায় আজ সোমবার দুপুর ২টায় সীতাকুন্ড পৌরসদরের শেখপাড়া এলাকায় একটি যাত্রীবাহি সিএনজি অটোরিক্সাকে দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় ১ যাত্রী। নিহত যাত্রীর নাম মোঃ রিফাত(১৮) । সে পশ্চিম কেদারখীল গ্রামের সেলিম এর ছেলে। আহতরা হলো নিগার সোলতানা,আবু তাহের,শাহীন । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ও আহতদেরকে সীতাকুন্ড হাসপাতালে নিয়ে যায়। এদিকে সীতাকুন্ড মডেল থানার সেকেন্ড অফিসার দেলোয়ার জানায় ঘটনাস্থলে রিফাত নামের এক মাদ্রাসা ছাত্র মারা গেছে। আশংঙ্কাজনক অবস্থায় ২ জনকে চমেক
হাসপাতালে পাঠানো হয়েছে । সহকারী পুলিশ সার্জেন্ট আমিনুল ইসলাম জানায় দুর্ঘটনা ১ জন যাত্রী নিহত হয়েছে।