মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় যুবলীগের ২ নেতা আহতের ঘটনায় মহাসড়ক অবরোধ

তালুকদার নির্দেশ বড়ুয়া, সীতাকুণ্ড

22

যুবলীগের ২ নেতা সন্ত্রাসী হামলায় আহত হওয়ার প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ডের বড়দারোগার হাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থানীয় যুবলীগের উদ্যোগে বেরিকেড দেওয়া হয়েছে। এ সময় ১ ঘন্টার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

মঙ্গলবার রাত ১০.৩০ মিনিটে উপজেলার মুরাদপুর ইউনিয়নস্থ গুলিয়াখালী গ্রামে এক আত্বীয়ের বাড়ীতে বারৈয়াঢালা ইউনিয়নের  জিন্নাত আলী হাজী বাড়ীর কামাল উদ্দীনের পুত্র  ৩নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ খান  তার এক বন্ধু নুনাছরা এলাকার হাদু বলী বাড়ীর মদিন উল্লাহর পুত্র পৌরসভা যুবলীগের সদস্য ইউসূপ খানকে নিয়ে তার ছোট বোনের বিয়ের দাওয়াত করে ফেরার সময় পথে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা তাদের উপর সশস্ত্র হামালা চালায়। এতে তারা গুরুতর আহত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দীন রেহান বলেন, মঙ্গলবার রাত ১০ টায় ফিরোজ খান আগামী সোমবার তার ছোট বোনের বিবাহ অনুষ্ঠান তাই সে তার বন্ধু ইউসূফ খানকে নিয়ে গুলিয়াখালী এলাকায় আত্বীয়ের বাড়ীতে দাওয়াত দিতে যায়। ফেরার পথে তাদের উপর শিবির পরিচয় ধারী সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায় বলে আহত যুবলীগ নেতা ফিরোজ খান আমাদেরকে জানায়। তাদের দুই জনের মধ্যে ইউসূফ খানের অবস্থা আশংঙ্খা জনক হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রাতেই পাঠিয়ে দেওয়া হয়। অপরজন ফিরোজখানকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু তাহের বলেন, এই ঘটনায় জামায়াত শিবিরের কেউ জড়িত নাই। আওয়ামীলীগ নেতারা জামায়াত শিবিরকে দায়ী করলেও তা উদ্দেশ্য প্রনোদিত। যেখানে আমাদের ছেলেরা মামলা হামলার ভয়ে রাতে ঘরে থাকতে পারে না সেখানে তারা হামলা করবে কি করে।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান বলেন, রাতে দুই যুবলীগ নেতা সন্ত্রাসী হামলায় আহত হওয়ার কথা জানতে পেরেছি। তবে কে বা কারা এ হামলার ঘটনায় জড়িত তা তদন্ত ছাড়া বলতে পারবো না। তবে তিনি বুধবার সকাল ৯ টায় স্থানীয় যুবলীগের নেতারা এই ঘটনার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগার হাট এলাকায় বেরিকেড দেয়ার কথা স্বিকার করেন।

এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

Leave a Reply