শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সিরিয়ায় আসাদ বাহিনীর বিমান হামলায় নিহত ৪৪

sir

 

সিরিয়ার আলেপ্পো শহরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর বিমান থেকে বোমা হামলার ঘটনায় ৬ শিশুসহ কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছে। বহু বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও অনেক বাড়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া, যারা এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন, তাদের ভাগ্যে কি ঘটেছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। বৃটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আবদুল রহমান জানিয়েছেন, শহরের মাসাকেন হানানো, আল-হায়দারিয়া ও আল-আহমাদিয়া এলাকাসমূহে এ হামলার ঘটনা ঘটেছে। আলেপ্পোর আরও কয়েকটি শহরতলিতে হামলা পরিচালিত হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। সরকারি বাহিনীর সদস্যরা হেলিকপ্টার থেকে বিস্ফোরকবোঝাই ব্যারেল ছুঁড়ে নিচে ফেলার পর সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়। এদিকে আক্রান্ত অঞ্চলসমূহে ওষুধের তীব্র স্বল্পতা রয়েছে ও জরুরি ত্রাণ পাওয়া যাচ্ছে না বলেও জানিয়েছে পর্যবেক্ষক সংস্থাটি।

Leave a Reply