সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেয়ির আল জর প্রদেশে অবস্থিত বৃহত্তম তেলত্রে আল-ওমরের দখল নিয়েছে একটি বিদ্রোহী সংগঠন নুসারা ফ্রন্ট। শনিবার ভোরে সংগঠনটির যোদ্ধারা তেলত্রেটির দখল নেয় বলে দাবি করেছে সিরিয়ার সরকারবিরোধী আন্দোলনকারীরা। সিরিয়ার আড়াই বছরের যুদ্ধে এ পর্যন্ত ১১ হাজার শিশু নিহত হয়েছে বলে ব্রিটেনের একটি রিসার্চ গ্রুপ জানিয়েছে। এ দিকে দামেস্কের কাছে শনিবার প্রচণ্ড যুদ্ধে উভয় পক্ষে ৭২ জন নিহত হয়েছে। এএফপি, রয়টার্স ও বিবিসি। বিরোধীদের এ দাবি সত্য হলে এটি হবে চলমান যুদ্ধে প্রেসিডেন্ট বারি আল আসাদের সরকার পরে একটি বড় বিপর্যয়। কারণ এতে সরকার দেশের ভেতরে অবস্থিত অপরিশোধিত তেলের প্রায় সব মজুদ থেকে বঞ্চিত হবে এবং তাতে তার বহুলাংশে যন্ত্রনির্ভর সামরিক অভিযান অব্যাহত রাখতে আমদানি করা তেলের ওপর নির্ভর করতে হবে। তবে সিরীয় সরকারের প থেকে এ বিষয়ে তাৎণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি এবং দাবিটি নিরপে কোনো সূত্রের মাধ্যমে যাচাই করাও সম্ভব হয়নি। যুক্তরাজ্যভিত্তিক সরকারবিরোধী সিরীয় মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’-এর প্রধান রামি আবদুর রাহমান বলেছেন, ‘সিরিয়ার ব্যবহারযোগ্য সব খনিজ তেলের মজুদ এখন নুসরা ফ্রন্ট ও অন্যান্য ইসলামি সংগঠনের হাতে। জান্তার ঘাড় এখন নুসরা ফ্রন্টের হাতে।’ প্রতিবেশী লেবানন থেকে হিজবুল্লাহর যোদ্ধারা সরকারি বাহিনীর প হয়ে লড়াইয়ে নামার পর থেকে সাম্প্রতিক মাসগুলোতে বিদ্রোহীদের বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে সিরীয় সরকারি বাহিনী। কিন্তু তেল খনি হাতছাড়া হওয়াতে সরকারি বাহিনীর অগ্রযাত্রা ব্যাহত হতে পারে। শনিবার উত্তরাঞ্চলীয় আলেপ্প প্রদেশে সেনাবাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৪০ জন নিহত ও বহু লোক আহত হয়েছে বলে জানিয়েছে অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। হতাহতদের বেশির ভাগেরই বেসামরিক নাগরিক বলে দাবি করেছে সংগঠনটি। আড়াই বছরের বেশি সময় ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে। তা ছাড়া ১১ হাজারেরও বেশি শিশু নিহত হয়েছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। লন্ডনভিত্তিক অক্সফোর্ড রিসার্চ গ্রুপ রিপোর্টটি তৈরি করেছে। গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ায় শিশুদের কিভাবে হত্যা করা হয় তার ওপর এটিই প্রথম বড় ধরনের রিপোর্ট। এতে উল্লেখ করা হয়েছে, ২০১১ সালের মার্চ থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত ১১ হাজার ৪২০ শিশুকে হত্যা করা হয়েছে। নিহত এসব শিশুর বয়স ১৭ বছর বা এর কম। এর মধ্যে ৩৮৯ জনকে ভয়ঙ্কর স্নাইপার বন্দুক দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। এ ছাড়া হত্যার আগে অনেক শিশুকে নির্যাতন করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। দামেস্কের কাছে যুদ্ধে নিহত ৭২ সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্বে সরকারি সৈন্য ও বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ে ৭০ জনেরও বেশি নিহত হয়েছে। গতকাল সিরিয়ার একটি পর্যবেক্ষণ সংস্থা অবজারভেটরি ফর সিরিয়ান হিউম্যান রাইটস এ কথা জানায়। শনিবার পূর্ব গুতার যুদ্ধে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেবান্ত (আইএসআইএল)-এর ২৮ জন যোদ্ধা ও আল নুসরা ফ্রন্টের ২৬ জন মুজাহিদ নিহত হয়। সরকারি পক্ষে মারা গেছে ১৮ জন সেনা।
উৎস- নয়াদিগন্ত