নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ের সাহেরখালীতে ট্রাক্টর থেকে পড়ে শাখাওয়াত হোসেন (১৬) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রের মৃত্যু ঘটে। নিহত শাখাওয়াত হোসেন উপজেলার ১৬নং সাহেরখালী ইউনিয়নের ৪নং মোল্লাপাড়া ওয়ার্ডের হতভাগ্য প্রতিবন্ধী গোলাম মওলার ছেলে এবং স্থানীয় আহম্মদিয়া হাবিবিয়া গনীয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র।
নিহতের চাচাতো ভাই নূর নবী রুবেল জানান, দরিদ্র পরিবারের সন্তান শাখাওয়াত একটি সাইকেল কেনার জন্য টাকা জোগাড় করতে চাচা সবুর খানের সাথে ট্রাক্টর চালানোর কাজে নেমেছিল। গত মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় একটি পুলের ওপর ট্রাক্টর ওঠানোর সময় সে ট্রাক্টর থেকে পড়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত পায়। আঘাতের কারণে মস্তিস্কের ভেতরে রক্ত জমাট বাঁধলে প্রাথমিকভাবে তাকে মাতৃকা হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে ডাক্তারের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে তার মৃত্যু ঘটে। দরিদ্র ঘরের সন্তান শাখাওয়াত হোসেনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।