শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা হামাসের

gaza-2_128189

গাজা উপত্যকায় ২৪ ঘন্টার সাময়িক যুদ্ধবিরতি পালনে সম্মত হয়েছে হামাস। এর আগে জাতিসংঘের অনুরোধ ও মানবিক কারণে যুদ্ধবিরতির ঘোষণা দেয় ইসরায়েল। তারপরও ঘোষণা উপেক্ষা করে কয়েকদফা রকেট হামলা চালিয়েছে। সংগঠনের মুখপাত্র সামি আবু জুহরি এক বিবৃতিতে বলেছেন, “পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জাতিসংঘের অনুরোধে সাড়া দিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো আজ (রোববার) বেলা ২টা থেকে ২৪ ঘন্টার যুদ্ধবিরতি পালনে সম্মত হয়েছে।” যদিও হামাসও জানিয়েছিল, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ঘরে ফিরতে দেওয়া না হলে তারা যুদ্ধবিরতি গ্রহণ করবে না। জাতিসংঘের অনুরোধে ও মানবিক কারণে গতকাল ২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল। এ যুদ্ধবিরতি আজ স্থানীয় সময় মধ্যরাত পর্যন্ত জারি থাকার কথা। তবে যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই হামাস রকেট ছুড়েছে বলে অভিযোগ তোলে ইসরায়েল। এ অজুহাতে সকাল থেকে আবারও গাজায় বিমান, স্থল ও নৌ হামলা হামলা শুরু করে ইসরায়েল।