Thursday, January 23Welcome khabarica24 Online

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের বিচার শুরু

3_22019

চার বছর আগে করা কর ফাঁকির মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক রেজাউল ইসলাম গতকাল বাবরের উপস্থিতিতে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ২১ সেপ্টেম্বর দিন ধার্য করেন। বাবরের আইনজীবী টিএম আকবর অভিযোগ গঠনের আগে শুনানির জন্য আবারও সময় চাইলে বিচারক তা নাকচ করে দেন। এর আগে বাবরকে অভিযোগ পড়ে শোনানো হয়। তিনি দোষী না নির্দোষ জানতে চাইলে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান দশ ট্রাক অস্ত্র মামলায় ফাঁসির আদেশ পাওয়া বাবর। সাত কোটি ১৫ লাখ টাকার কর ফাঁকির অভিযোগে ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এ মামলা করেন জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার সৈয়দ জাকির হোসেন। মামলার আরজিতে বলা হয়, বাবর ১৯৯৯-২০০০ এবং ২০০৮-০৯ করবর্ষ পর্যন্ত তার মালিকানাধীন মাস্টার ইলেকট্রনিঙ্ লিমিটেডের পরিচালক হিসেবে ৮ কোটি ৬ লাখ ৮০ হাজার ১১২ টাকার সম্পদের হিসাব গোপন করে তার ওপর প্রযোজ্য প্রায় ২ কোটি ৬৫ লাখ টাকার কর ফাঁকি দিয়েছেন। ২০১০ সালের ৯ মার্চ মামলাটি বিচারের জন্য ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতে আসে।