Sunday, January 19Welcome khabarica24 Online

সাবেক সিইসি শামসুল হুদাকে হাইকোর্টে তলব

image_85732.samsul huda

আদালত নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৩ জুন হাইকোর্টে হাজির হয়ে তাঁকে তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে। আইনের শাসনের অভাবে দায়মুক্তি পাচ্ছে রাজনৈতিক দুর্বৃত্তরা শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আদালত আমলে নিয়ে আজ রবিবার বিচারপতি রেজাউল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।তলবের পাশাপাশি এ বিষয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। রুলে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা আদালত নিয়ে অমর্যাদাকর বক্তব্য দেওয়ায় আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত। দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার, ঢাকার জেলা প্রশাসক ও গুলশান থানার ওসিকে রুলের জবাব দিতে হবে।
ড. শামসুল হুদা শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টার-ইনে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) উদ্যোগে রাজনৈতিক দলসমূহ এবং বাংলাদেশে গণতন্ত্র শীর্ষক সেমিনারে বক্তব্য দেন। সেখানে তার দেওয়া বক্তব্য রবিবার বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদনে প্রকাশিত হয়। এ ধরনের একটি প্রতিবেদন নজরে এলে তার বক্তব্য আদালত নিয়ে অমর্যাদাকর- এ অভিযোগে হাইকোর্ট তলব ও রুল জারি করেছেন।