Saturday, December 14Welcome khabarica24 Online

সাতক্ষীরায় বিএসএফএর নির্যাতনে বাংলাদেশি নিহত

debhata_289324

সাতক্ষীরার দেবহাটা সীমান্তে ইছামতি নদী থেকে বাংলাদেশি গরু রাখাল রুবেল হোসেনের লাশ উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। রোববার বিকালে উপজেলার কোমরপুর এলাকায় বিজিবির শাখরা ক্যাম্পের কাছে ইছামতি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে নির্যাতন করে হত্যা করেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।রুবেল (২৩) দেবহাটা উপজেলার হাড়দ্দহা গ্রামের মোসলেম আলির ছেলে।রুবেলের পরিবারের সদস্যরা জানান, রুবেলের এক সঙ্গী কওসার আলিকে বিএসএফ আটক করেছে। অপর সঙ্গী আসাদুল পালিয়ে বাংলাদেশে এলেও বিজিবির হাতে গ্রেফতার হয়েছে। তাদের সবার বাড়ি সদর উপজেলার হাড়দ্দহা গ্রামে।এক সাথে গরু আনতে ভারতে যাবার পর বুধবার রাত থেকে একে একে এসব ঘটনা ঘটে।তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৩৪ ব্যাটেলিয়ন অধিনায়ক লে. কর্নেল খালিদ বিন ইউসুফ বলেন লাশটি উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। এই হত্যার সাথে বিএসএফ জড়িত কিনা সে বিষয়ে এখনই নিশ্চিত করা যাবে না।বিজিবির শাখরা ক্যাম্প সদস্যরা জানান রুবেল গরু আনতে ভারতে যাননি। তিনি ও তার সঙ্গীরা ইটভাটায় কাজ করে বাড়ি ফেরার সময় রুবেল বিএসএফএর নির্যাতনে মারা যান বলে তারা খবর পেয়েছেন। গ্রামবাসী জানান রুবেলের লাশ দুদিন ধরে পানিতে ভাসতে দেখলেও কর্তৃপক্ষ সেটি উদ্ধারের চেষ্টা করেনি। রোববার বিকালে বিজিবির শাখরা ক্যাম্পের কাছে এলে বিজিবি তা উদ্ধার করে।দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আজিজুল হক জানান, বিজিবির সন্দেহ বিএসএফ তাকে নদীতে নির্যাতন করে হত্যা করেছে। তিনি জানান লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত করা যায়নি বলে জানান তিনি।