জনস্বার্থ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি সরূপ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাউথ-ইস্ট এশিয়ার রিজিয়ন অ্যাওয়ার্ড ফর ‘এক্সসিলেন্স ইন পাবলিক হেলথ’ পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন। জানা যায়, নিউরো ডেভলপমেন্ট ডিসঅর্ডার এবং অটিজম বিষয়ে অসাধারণ অবদান রাখায় তাকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। আজ সোমবার সকালে হোটেল সোনাগাঁওয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।ডব্লিউএইচও-এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের ৩২তম সভা এবং রিজিওনাল কমিটির ৬৭তম সভা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় এক সংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেবেন ডব্লিউএইচও-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং।