পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেছেন, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়কে কেন্দ্র করে যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশ প্রস্তুত। তা ছাড়া এ ব্যাপারে পুলিশের পর্যাপ্ত অভিজ্ঞতাও রয়েছে। আজ শনিবার দুপুরে চট্টগ্রামের পাহাড়তলী থানার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।হাসান মাহমুদ বলেন, আত্মত্যাগ ও দৃশ্যমান তৎপরতার কারণে জঙ্গি তৎপরতা অনেকাংশে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে পুলিশ। বিগত এক বছরে দেশব্যাপী সহিংসতায় পুলিশের ১৭ জন সদস্য নিহত এবং তিন হাজারের মতো সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।আইজিপি বলেন, হামলা করে দুর্বৃত্তরা পুলিশকে অভিযান থেকে বিরত রাখার চেষ্টা করেছিল। কিন্তু দেশপ্রেমের কারণে পুলিশ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সক্ষম হয়েছে। আইজি আরো বলেন, মাদকবিরোধী অভিযানে অল্প কিছুদিনের মধ্যে দৃশ্যমান অগ্রগতি হবে।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলী।