Sunday, January 19Welcome khabarica24 Online

সাঈদীর মামলার আপিল শুনানি শেষ

image_73019.saidi (2)
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল শুনানি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষের বক্তব্যের জবাবে মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন সাঈদীর আইনজীবী অ্যাডভোকেট এ এস এম শাহজাহান। তবে বিচারিক আদালতে দায়ের হওয়া পিরোজপুরের ইব্রাহিম কুট্টি হত্যা মামলার নথি তলব বা তদন্তের বিষয়ে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের পৃথক পৃথক আবেদনের বিষয়ে বুধবার আদেশ দেবেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন। এখন আপিল খারিজ অথবা রায় ঘোষণার জন্য দিন ধার্য করতে পারেন আদালত।একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে যে দুইটি হত্যার দায়ে ট্রাইব্যুনাল সাঈদীকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন, তার মধ্যে একটি ইব্রাহিম কুট্টি হত্যা। আসামিপক্ষ আবেদন জানিয়েছেন, বিচারিক আদালতের ওই ইব্রাহিম কুট্টি হত্যা মামলার আসামিই ছিলেন না সাঈদী। অন্যদিকে রাষ্ট্রপক্ষ এ বিষয়ে আসামিপক্ষের জমা দেওয়া মামলার নথি ও ডকুমেন্ট জাল, মিথ্যা এবং মামলার প্রয়োজনে সৃজনকৃত বলে উল্লেখ করে এসব কাগজ বিবেচনায় না নেওয়ার আবেদন করেছেন। এ বিষয়ে বুধবার আদেশ দেবেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আশা করছেন, শুনানি শেষ হওয়ায় এখন রায়ের জন্য আপিল মামলাটি অপেক্ষমাণ রাখবেন আপিল বিভাগ।