রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সরকার স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ: খন্দকার মাহবুব

mahbub

স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে সরকার। নিজেদের লোক দিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী এডভোকেট খন্দকার মাহবুব হোসেন। শনিবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ইকবাল হোসেনকে গ্রেফতারের পর ছেড়ে দিয়েছে পুলিশ।প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে খন্দকার মাহবুব বলেন, দেশের মানুষকে বাঁচান, গণতন্ত্রকে বাঁচান। তিনি বলেন, জোর করে ভয় দেখিয়ে নির্বাচন করে ক্ষমতায় থাকতে চান, কিন্তু আমরা তা চাই না।ভোরে বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে গ্রেফতারের সময় ডিবি পুলিশ কেন্দ্রীয় কার্যালয়ে বেপরোয়া ভাংচুর চালায় এবং তছনছ করে। দুপুরে আইনজীবী ও পেশাজীবীদের একটি প্রতিনিধি দল কার্যালয় পরিদর্শন করেন।দুপুর পৌনে ১টার দিকে ডিবি পুলিশের ভাংচুর ঘটনা দেখতে কার্যালয়ে আসেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এডভোকেট সানাউল্লাহ মিয়া, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমীন গাজী, ডিইউজের সভাপতি কবি আবদুল হাই শিকদারসহ আইনজীবী ও সাংবাদিক নেতৃবৃন্দ প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্যরা কার্যালয়ে ঢুকে ভাংচুর হওয়া বিভিন্ন রুম ঘুরে দেখেন এবং কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এসময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ইকবাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এর কিছুক্ষন তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply